Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

তিন দিনের সফরে ঢাকায় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় এসেছেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিন দিনের সফরে আজ বুধবার ভোরে ঢাকায় এসে পৌঁছান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র আরো জানায়, আজ দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড.  এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি। একইদিনে তিনি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-অস্ট্রিয়া বিজনেস ফোরামের সেমিনারে যোগ দেবেন।

এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কারিন কেনেসির বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। তা ছাড়াও ঢাকায় মহান শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top