Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

রাজধানীতে ডাস্টবিন থেকে গুলি-গ্রেনেড উদ্ধার

রাজধানীর বিজয়নগর এলাকার একটি ডাস্টবিন থেকে ২৮টি গুলি ও একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাতে ঘটনাস্থল থেকে এসব উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান বলেন, ফকিরাপুল কালভার্ট রোডের একটি লোহার ডাস্টবিনে কিছু গুলি ও গ্রেনেড পাওয়া যায়। এরপর ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি গ্রেনেড উদ্ধার করে। পরে এটিকে নিষ্ক্রিয় করা হয়। এ সময় ওই ডাস্টবিনের ভেতর থেকে রাইফেলের ২৮টি গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব গুলি ও গ্রেনেড কোথা থেকে এলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top