ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে এর আগে মোদী জ্যাকেট তৈরী করা হয়েছিল। এবার তার নামে ইলেকট্রিক বাইক তৈরি করেছে
ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র। ওই ছাত্রের নাম ওয়াকার আলি।
ওয়াকার জানিয়েছে, সে নরেন্দ্র মোদীর ‘ইলেক্ট্রিক মোবিলিটি’ স্বপ্ন পূরণ করতে চায়। সে অনুপ্রাণিত হয়ে এই ইলেকট্রিক বাইকের নাম দিয়েছে মোদি (এমওডিআই-মড অব ডেভলোপিং ইন্ডিয়া)।
আর্থিক অবস্থা স্বচ্ছল না হলেও একটি উন্নতমানের বাইক তৈরি করেছে ওয়াকার। এটি নির্মাণে খরচ পড়েছে ৭২ হাজার রূপি। দিল্লি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র ওয়াকার। তার এই বাইক ল্যাপটপের চার্জারেও সহজেই চার্জ দেওয়া যাবে।