Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

দেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। জঙ্গিবাদ তারা বিশ্বাস করে না। তবে জঙ্গিবাদ উসকে দেওয়ার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে। যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করা হচ্ছে। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সবাইকে বিচারের আওতায় আনা হবে। কেউ রক্ষা পাবে না। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থাসহ ইজতেমার সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষে বক্তৃতাকালে এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, পুলিশের অতিরিক্ত আইজিপি মাইনুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, জেলা পুলিশ সুপার হারুন-অর রশিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর রশিদ এ সময় সার্বিক প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে জানান, আগামীকাল থেকে ইজতেমায় বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে ৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। একটি প্রধান নিয়ন্ত্রণকক্ষসহ মোট ৫টি নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে পুরো নিরাপত্তাব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে।

সেই সঙ্গে থাকছে ৬০টি সিসি টিভি, ৫টি পর্যবেক্ষণ টাওয়ার, বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ এবং মোট ২০ জন ম্যাজিস্ট্রেট পালাক্রমে ৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। যানজট নিয়ন্ত্রণের জন্য আব্দুল্লাহপুর থেকে উত্তরে জয়দেবপুর চৌরাস্তা ও পূর্বে মিরের বাজার পর্যন্ত প্রতিটি পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। সড়ক-মহাসড়কের পাশে কোনো হকার বসবে না বা ফুটপাতে কোনো দোকান থাকবে না। ডিআইজি মাহফুজুল হক বলেন, জঙ্গি ধরতে ইজতেমায় বিজ্ঞানসম্মত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কেউ কোনো নাশকতা করলে রেহাই পাবে না।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top