৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হচ্ছেন। সমাবেশে আগত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত এ সমাবেশে যোগ দিতে দলের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকেই জড়ো হতে থাকেন। দুপুর ২টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। অপরদিকে, জাসাসের উদ্যোগে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সভাপতিত্ব করবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবদুস সালাম বলেন, পুলিশ আমাদের যথেষ্ট সাহায্য-সহযোগিতা করছেন। আশা করি শেষ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ সমাবেশে সহযোগিতা করবেন।
উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখনো অনেক সময় আছে। দুপুর ২টার পর সমাবেশ শুরু হলে তখন জনতার ঢল নামবে। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা জনগণকে আহ্বান জানিয়েছি। আশা করি জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য সমাবেশে উপস্থিত হবে।