যুক্তরাষ্ট্রে ক্ষুদ্র এক মুসলিম গোষ্ঠীর বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগ মিলেছে। এই অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন কিশোরও রয়েছে। নিউ ইয়র্ক থেকে এই চারজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদের কাছে ঘরে তৈরী বোমা ও অস্ত্র পাওয়া গেছে বলে জানা গেছে। আটক ব্যক্তিরা হলো, অ্যান্ড্রু ক্রিসেল (১৮), ভিনসেন্ট ভেটরোমাই (১৯) এবং ব্রায়ান কোলানেরি (২০)। ১৬ বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়েছে যার পরিচয় জানা যায়নি।
চারজনের বিরুদ্ধেই অপরাধের উদ্দেশে অস্ত্র রাখা এবং ইসলামবার্গ নামের মুসলিম গোষ্ঠীর ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।