Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ক্রিকইনফোর বর্ষসেরা পারফর্মেন্সে মাশরাফি-মুশফিক-লিটন

নুতন বছরের শুরুতে প্রকাশ করা হচ্ছে গত বছরের সেরা পারফর্মারদের তালিকা। আজ মঙ্গলবার বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। সংস্থাটির বিচারে কোনো বর্ষসেরা একাদশে জায়গা না হলেও বর্ষসেরা পারফর্মারদের তালিকায় জায়গা করে নিয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ‘মি. ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম এবং তরুণ হার্ডহিটিং উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।

বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্সের মাঝে স্থান পেয়েছে গত এশিয়া কাপের দুটি ঘটনা। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বুকে ব্যথা নিয়ে ১৪৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। তিনি যখন উইকেটে আসেন, তখন ৩ রানে ৩ উইকেট হারিয়ে বেকায়দায় ছিল বাংলাদেশ। ওই ম্যাচেই ভাঙা হাত নিয়ে শেষদিকে মুশফিকের সঙ্গী হন তামিম ইকবাল। যা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ঘটনা হিসেবে বলা হয়।

ওই টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শিরোপা জিততে না পারার ধারাবাহিকতা অব্যাহত রাখলেও ওই ম্যাচ অসাধারণ এক ইনিংস খেলেন লিটন দাস। দলের ২২২ রানের বিপরীতে তিনি একাই করেছিলেন ১২১ রান। তার অসাধারণ ব্যাটিং শৈলী ইতিমধ্যেই ক্রিকেটবিশ্বে সমাদৃত। ওই ম্যাচটিতে বহুদিন পর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান এমন চোখ ধাঁধানো আগ্রাসন দেখিয়েছিলেন। তার আউট নিয়েও বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল; সে জন্য অবশ্য দায়ী আইসিসির অদ্ভূত এক আইন। সেসব এখন অতীত হয়ে গেলেও লিটনের চমৎকার ইনিংসটি বহুদিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা।

ক্রিকইনফোর সেরা পারফরমারদের মাঝে একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের উইন্ডিজ অভিযান তাকে সেরাদের কাতারে নিয়ে গেছে। গত বছরের ওই সফরে স্বাগতিকদের কাছে সদ্য টেস্টে হোয়াইটওয়াশ হওয়া একটা দলকে নিয়ে মাঠে নেমেছিলেন ম্যাশ।  প্রথম ওয়ানডেতে সাকিব-তামিমের দারুণ জুটিতে ২৭৯ রান তোলে বাংলাদেশ। তারপর বল হাতে ৩৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাশ ধসিয়ে দেন উইন্ডিজকে। নাহলে হয়তো হারতেই হতো সেদিন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top