Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

অবসরের ঘোষণা দিলেন আমিরাতের সাবেক অধিনায়ক

সংযুক্ত আরব আমিরাতের সাবেক অধিনায়ক আমজাদ জাভেদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের হয়ে ১৫টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন এই অলরাউন্ডার।

৩৮ বছর বয়সী আমজাদ ২০১৭ সালে নেপালের বিপক্ষে জাভেদ সর্বশেষ লিস্ট-এ ম্যাচ খেলেছেন। এরপর থেকেই তিনি মূলত ক্রিকেটের বাইরে ছিলেন। সিম-বোলিং অল-রাউন্ডার হলেও যে পজিশনে তিনি ব্যাটিং করতেন সেখান থেকেই বেশ কয়েকটি ম্যাচে আরব আমিরাতকে ভাল ইনিংস উপহার দিয়েছেন।

২০১৪ সালে নিউজিল্যান্ডে বিশ্বকাপ বাছাইপর্বে কেনিয়ার বিপক্ষে ৩১ বলে তার করা ৬৩ রানের ইনিংসটি এখনো স্মরণীয় হয়ে আছে। একই ম্যাচে তিনি দুই উইকেটও নিয়েছিলেন।

২০১৫ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে জাভেদ ওয়ানডেতে তার সেরা পারফরমেন্স দেখিয়েছিলেন। ওই ম্যাচে তিনি ওপেনার হিসেবে নেমে ৪৫ রান করা ছাড়াও ৩ উইকেট সংগ্রহ করেছিলেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top