Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

গাইবান্ধা-৩ আসনে ২৭ জানুয়ারি নির্বাচন

প্রার্থীর মৃত্যুর পর গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনের নির্বাচন আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২ জানুয়ারি ঘোষণা করা হয়েছে।

এ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যু হয়। সে কারণে এই আসনের নির্বাচন স্থগিত করে ইসি।

আজ রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেন।

ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী গত ১৯ ডিসেম্বর রাতে ইন্তেকাল করেন। পরে ২০ ডিসেম্বর ইসি এ নির্বাচন স্থগিত করার কথা জানায়। ৩০ ডিসেম্বর ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে না। তার বদলে নতুন তারিখ হিসেবে ২৭ জানুয়ারি ঘোষণা করা হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top