বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী বাগমারা আসনে একাদশ জাতীয় সাংসদ নির্বাচনে ভোটের ময়দানে ভোটারদের সাথে সৌজন্যে সাক্ষাত ও প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন সাংসদ ইন্জিঃ এনামুল হক। তৃতীয় বারের মত আওয়ামীলীগের প্রাথী হয়েছেন তিনি। গত সমবার ও সঙ্গলবার নিম্নচাপের কারনে সারা দেশের ন্যায় বাগমারাতেও সূর্যের দেখা মিলেনি। থেমে থেমে হয়েছে হালকা বৃষ্টি । তবে এসবকে পাত্তা দিচ্ছেনা। দুইবারের সফল সাংসদ ইন্জিঃ এনামুল হক। রাজশাহী-৪ বাগমারা আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রাথী সাংসদ ইন্জিঃ এনামুল হক এই আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বাগমারার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ঠান্ডা হাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বালানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও বুধবার ঝিকরা ইউনিয়নের কালিগর্নজ বাজার হয়ে মদাখালী বাজার ঝাড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মোহাম্মাদপুর সাইপাড়া যোতিগন্জ বাজার সহ বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় ঘরে গিয়ে সমর্থন দোয়া চাচ্ছেন। এসময় প্রচারণায় এনামুল হকের সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল,যুগ্ম-সাধার সম্পাদক আবুল,মোঃ আসকান চেয়ারম্যান, ঝিকরা ইউনিয়নের মোঃ আঃ সালাম বীর মুক্তিযোদ্ধা, মোঃ জাহিদুল ইসলাম,মোঃ আঃ সামাদ প্রাং, মোঃ আহম্মদ আলী, আলহাজ্ব মজিবর রহমান,শাহাদৎ হোসেন,শ্রী কুশকুমার মোঃজালাল উর্দ্দিন, মোঃ শাহার আলী সহ আওয়ামীলীগের অংগ সহযোগী সংঠনের নেতৃবৃন্দ
বৃষ্টি উপেক্ষা করে এনামুল হকের নির্বাচনী প্রচারণা
Share!