২০১৫ সালের শুরু থেকে সাগরপথে ইউরোপে পৌঁছানো শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর সংখ্যা, ১০ লাখ ছাড়িয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা U N H C R এ তথ্য জানিয়েছে।
এ সব শরণার্থীর ৮০ ভাগই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পৌছায় গ্রিসে। যাদের মধ্যে সবচেয়ে বেশি প্রবেশ করেছে, গ্রিসের লেসবস দ্বীপ দিয়ে। তুরস্ক থেকে গ্রিসে যাওয়া শরণার্থীর সংখ্যা প্রায় ৮ লাখ ৪৪ হাজার। বাকি দেড় লাখের মতো শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দেয়, লিবিয়া থেকে ইতালি পৌঁছাতে। ভূমধ্যসাগর পাড়ি দেয়া শরণার্থীদের ৪৯ ভাগ যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে যাওয়া। ২১ শতাংশ গেছেন, আফগানিস্তান থেকে। সাগর পাড়ি দিতে গিয়ে, সলিল সমাধি হয়েছে ৩ হাজার ৭৩৫ জনের।