Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

নৌকা শান্তি ও উন্নয়নের প্রতীক: খন্দকার মোশাররফ

ফরিদপুর ৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নৌকা মানেই শান্তি। নৌকা মানেই উন্নয়ন।

আজ বুধবার দুপুরে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের উত্তর মাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গত ১০ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের আমলে দেশের প্রতিটি জনপদ একেকটি শান্তি ও উন্নয়নের জনপদে পরিণত হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গত জোট সরকারের আমলে ফরিদপুরেই যখন বাজার থেকে এক কেজি কাঁচা মরিচ নিয়ে কেউ নিরাপদে বাড়ি যেতে পারতেন না। পথে ছিনতাই হয়ে যেত। নতুন বাড়ি নির্মাণ করতে গেলে চাঁদা দিতে হত। মাস শেষে বেতন নিয়ে সরকারি কর্মচারীরা বাড়িতে যেতে পারতেন না। আজ সেখানে মানুষ নিরাপদে আছে, শান্তিতে রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলতা নেই। তাই মানুষ আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখবেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মো. জাহিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ইউপি চেয়ারম্যান গোলাম ওমর ফারুক প্রমূখ।

সভামঞ্চে স্থানীয় সরকার মন্ত্রীর বড় মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার খন্দকার শাহরিন হোসেন পিঙ্কি উপস্থিত ছিলেন। তবে তিনি কোনো বক্তব্য দেন নি।

পরে মন্ত্রী ফরিদপুরের সদরের কৃষ্ণপুর, কানাইপুর এবং শহরাঞ্চলের বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় বক্তব্য দেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top