Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

আজও ভিকারুননিসার শিক্ষার্থীদের বিক্ষোভ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের সামনে আজ তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘট্নায় স্কুলের গভর্নিংবডির পদত্যাগসহ ছয় দফা দাবি করছে ছাত্রী ও তাদের অভিভাবকরা।

আজ বৃহস্পতিবারেও অধ্যক্ষকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানোসহ অন্যান্য দাবি নিয়ে আন্দোলনকারীরা স্কুলের মূল ফটকে অবস্থান নেয়। তাদের সঙ্গে কিছু অভিভাবকও যোগ দিয়েছেন।

দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আজকের মধ্যে দাবি না মানা হলে পরীক্ষা বর্জনের কথাও বলেন এসব শিক্ষার্থীরা।

স্কুলের গর্ভনিং বডির চেয়ারম্যান সৈয়দ আশরাফ তালুকদার বলেন, স্কুলের বৃহত্তর স্বার্থে গভর্নিংবডির পদ থেকে পদত্যাগ করতে তিনি প্রস্তত। সব শিক্ষার্থীকে আন্দোলন বর্জন করে ক্লাসে ফিরে আসার আহবান জানিয়ে এই ঘটনায় অরিত্রির বাবা মায়ের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top