Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সোমালিয়ায় মার্কিন বিমান হামলা; নিহত ৪

সোমালিয়ার মার্কিন বিমান হামলায় ৪ জন নিহত হয়েছে। গত মঙ্গলবার এ হামলা চালানো হয়। নিহত ব্যক্তিরা আল শাবাব জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল।

মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর দাবি, সোমালিয়ার সরকারের পক্ষ হয়ে জঙ্গিদের দমন করার জন্য এই হামলা চালায় তারা।

আফ্রিকম এক বিবৃতিতে জানায়, গত ৪ ডিসেম্বর ওই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র এবং মিত্রবাহিনীর ওপর আক্রমণ চালানোর জবাবে মার্কিনবাহিনী এই বিমান হামলা চালায়। এতে ৪ জঙ্গি নিহত হয়েছে। তবে কোনো বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতি হয়নি।

প্রসঙ্গত, সোমালিয়ায় আল শাবাব জঙ্গিদের বিরুদ্ধে জাতিসংঘের সমর্থিত সরকারের পক্ষ হয়ে লড়াই করছে মার্কিন বাহিনী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top