Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

যেখানে মাশরাফি হবেন প্রথম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ। ক্যারিবীয়দের নাস্তানাবুদ করে দুই টেস্টেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এখন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পালা। যার প্রথমটি গড়াবে ৯ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শুরুতে আসন্ন সিরিজে এ ফরম্যাটের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে সব শঙ্কাকে বৃদ্ধাঙুলি দেখিয়ে খেলার কথা নিশ্চিত করেছেন তিনি। সেই সিরিজে খেলতে নামার আগে অনন্য এক মাইলফলকের সামনে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। প্রথম ম্যাচে খেলতে নামলেই প্রথম বাংলাদেশি হিসেবে ২০০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করবেন ম্যাশ।

বাংলাদেশ ক্রিকেটের জিয়নকাঠি মাশরাফি টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন বহুদিন। যদিও এখনও ক্রিকেটের অভিজাত সংস্করণ থেকে নিজের অবসরের ঘোষণা দেননি। তবে ২০১৭ সালে অবসর নিয়েছেন টি- টোয়েন্টি থেকে। এখন শুধু খেলছেন ওয়ানডে। ইতিমধ্যে ১৯৯টি সীমিত ওভারের ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামলেই প্রত্যাশিত মাইলফলক ছুঁয়ে ফেলবেন নড়াইল এক্সপ্রেস।

মাশরাফির বর্তমান বয়স ৩৫ বছর। ২০০১ সালের ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। এর পর নানা চড়াই-উতরাই পেরিয়ে এ পর্যায়ে এসেছেন তিনি। দীর্ঘসময় যুদ্ধ করতে হয়েছে ইনজুরির সঙ্গে। এর মধ্যে ১৯৯ ম্যাচে ৪.৮২ ইকোনমিতে ২৫২ উইকেট নিয়েছেন তিনি। দেশের হয়ে ওয়ানডেতে এখন সর্বোচ্চ উইকেট শিকারের (২৫১) রেকর্ড এটি। এ পথে ৫ উইকেট পেয়েছেন একবার, ৪ উইকেট রয়েছে সাতবার এবং সেরা বোলিং ফিগার ২৬/৬।

১৯৯ ওয়ানডে খেলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে মাশরাফি। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। তিনি খেলেছেন ১৯৫টি ওয়ানডে ম্যাচ। ১৯২ ওয়ানডে খেলে তৃতীয় সাকিব আল হাসান।

ওয়ানডে সিরিজের আগে উইন্ডিজের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে খেলবেন মাশরাফি, দলকে নেতৃত্বও দেবেন। আসছে ৬ ডিসেম্বর বিকেএসপিতে হবে ম্যাচটি। ইতিমধ্যে সেই ম্যাচ ও ওয়ানডে সিরিজ সামনে রেখে পুরোদমে অনুশীলন শুরু করেছেন তিনি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top