Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ফলাফল ওলট-পালট করলেই কঠোর আন্দোলন

পৌর নির্বাচনে দুর্নীতি করে ফলাফল ওলট-পালট করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন ফখরুল বলেন, যতো হুমকিই আসুক নির্বাচন বর্জন করবে না বিএনপি। পৌর নির্বাচনকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পৌর নির্বাচনকে কেন্দ্র করে সরকার সমর্থকরা বিএনপির প্রার্থীর ওপর হামলা করছে। ষড়যন্ত্র করে প্রায় ৬ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে।তিনি বলেন, এ সরকার জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা উন্নয়নের নামে লুটপাট করছে, রাষ্ট্রীয় তহবিল ফাঁকা করছে।ফখরুল বলেন, কৃষকরা এখন অসহায়, ধানের দাম বাড়ছে না। একমাত্র জিয়াউর রহমানই কৃষকদের উন্নয়নে কাজ করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দল নেতা তকদীর হোসেন জসীম ও নাজিমুদ্দীন মাস্টার প্রমুখ।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top