বল টেম্পারিং কেলেঙ্কারির দায়ে এক বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। এই নিষেধাজ্ঞার কারণে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) তাকে এবং ডেভিড ওয়ার্নারকে খেলার সুযোগ দেয়নি আয়োজকরা। কিন্তু আসন্ন বিপিএলের ৬ষ্ঠ আসরে খেলতে বাংলাদেশে আসবেন দুর্দান্ত এই ব্যাটসম্যান কাম অধিনায়ক। তার আগে ডেভিড ওয়ার্নারও নাম লিখিয়েছেন বিপিএলে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে বিপিএল মাতাতে দেখা যাবে স্মিথকে। আজ বুধবার নিজেদের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী বিপিএলে অংশ নেয়া ইতোমধ্যেই নিশ্চিত করেছেন ডি ভিলিয়ার্স ও ওয়ার্নার। ডি ভিলিয়ার্স বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সে এবং ওয়ার্নার সিলেট সিক্সার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে কেপটাউন টেস্টে বল টেম্পারিং-এ দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন স্মিথ ও ওয়ার্নার। তবে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলতে কোন বাধা নেই। তাই কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছেন তারা। এবার খেলবেন বিপিএলে।
ক্রমেই তারকাবহুল হয়ে উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। গত আসরের তুলনায় এবারের আসরে আরও বেশি করে তারকাদের মেলা বসছে। স্মিথ-ওয়ার্নার ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও এবারের বিপিএল মাতাবেন। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর।