Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

দুই আসনে প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র দাখিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাকিব হাসান তরফদারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের হাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাসচন্দ্র জয়ধর ও সাধারণ সম্পাদক এস এস হুমায়ন কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান বিমলকৃষ্ণ বিশ্বাসের নেতৃত্বে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র হস্তান্তর করা হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে মনোনয়নপত্রটি জমা দেওয়া হয়।

অন্যদিকে রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top