থার্টিফার্স্ট নাইটকে ঘিরে আজ থেকে ঢাকা মহানগর এলাকায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া
তিনি বলেন, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কোন উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ করা যাবে না। ওইদিন সন্ধার পর থেকে ভোর পর্যন্ত লাইসেন্সধারী অস্ত্রও বহন করা যাবে না। নগরবাসীকে রাত ৮টার মধ্যে ঘরে ফিরতে হবে। নগরবাসীর মধ্যে যাতে কোন আতঙ্ক সৃষ্টি না হয়, সেজন্যে যেকোন ধরনের আতশবাজী বা পটকা ফুটানো যাবে না। যেসব দোকানে আতশবাজী বিক্রি করা হয় সেসব দোকানে অভিযান চালানো হবে।আছাদুজ্জামান মিয়া বলেন, নাশকতাকারীরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্যে পুলিশ তৎপর রয়েছে। তিনি বলেন, থার্টিফার্স্ট নাইটে গুলশান, বনানী, বারিধারা ও বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি চলাচলেও উপরও কড়াকড়ি আরোপ করা হবে।এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, থার্টিফার্স্ট নাইটে হাতিরঝিলে কোন সমাবেশ করা যাবে না। তবে গাড়ি চলাচল করবে
তিনি বলেন, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কোন উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ করা যাবে না। ওইদিন সন্ধার পর থেকে ভোর পর্যন্ত লাইসেন্সধারী অস্ত্রও বহন করা যাবে না। নগরবাসীকে রাত ৮টার মধ্যে ঘরে ফিরতে হবে। নগরবাসীর মধ্যে যাতে কোন আতঙ্ক সৃষ্টি না হয়, সেজন্যে যেকোন ধরনের আতশবাজী বা পটকা ফুটানো যাবে না। যেসব দোকানে আতশবাজী বিক্রি করা হয় সেসব দোকানে অভিযান চালানো হবে।আছাদুজ্জামান মিয়া বলেন, নাশকতাকারীরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্যে পুলিশ তৎপর রয়েছে। তিনি বলেন, থার্টিফার্স্ট নাইটে গুলশান, বনানী, বারিধারা ও বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি চলাচলেও উপরও কড়াকড়ি আরোপ করা হবে।এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, থার্টিফার্স্ট নাইটে হাতিরঝিলে কোন সমাবেশ করা যাবে না। তবে গাড়ি চলাচল করবে
Share!