রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে তার লালমাটিয়ার বাসায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে ডান হাত ভেঙে যায়। রোববার দুপুরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির পরপরই তার হাতে অস্ত্রোপচার করা হয়। তিনি এখন সুস্থ আছেন বলে বন্যার পারিবারিক সূত্র জানিয়েছে। জানা গেছে, রোববার চ্যানেল আইতে বন্যার সরাসরি একটি গানের অনুষ্ঠান ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে তিনি ওই অনুষ্ঠানে যেতে পারেননি। তাকে অস্ত্রোপচার করেন ডা. জাভেদ ওমর। চিকিৎসকরা জানিয়েছেন, ডান হাত ছাড়া কোথাও গুরুতর আঘাত পাননি তিনি।
Share!