Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বিএমডাব্লিউ পেলেন সিইসি

যাতায়াতের জন্য সরকারি যানবহন অধিদপ্তর পুল থেকে বিএমডাব্লিউ গাড়ি পেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। গতকাল রবিবার তিনি এ গাড়ি গ্রহণ করেন।

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদ গতকাল সিইসির কাছে গাড়িটি (ঢাকা মেট্রো ভ- ১১-১৯৬৬) হস্তান্তর করেন। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ কালের কণ্ঠকে জানান, সিইসির জন্য মানসম্মত গাড়ি না থাকায় সরকারি পরিবহন পুল থেকে একটি গাড়ি পাওয়ার জন্য আমরা চাহিদাপত্র পাঠিয়েছিলাম। সেই চাহিদা অনুযায়ী গতকাল গাড়িটি পাঠানো হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে কয়েকজন সিনিয়র মন্ত্রীকে বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়ি দেন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিএমডাব্লিউ গাড়ি পাওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও  আইনমন্ত্রী আনিসুল হক।

তবে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিএমডাব্লিউ গাড়ি উপহার পাওয়ার পর ফিরিয়ে দিয়েছেন।

জানা যায়, মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসি-ভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সময় পশ্চিম জামার্নির বিশ্বখ্যাত ব্রান্ডের এই গাড়িগুলো আনা হয়। সম্মেলনের পর গাড়িগুলো অব্যবহৃত অবস্থায় ছিল।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top