রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকায় ইব্রাহিম হোসেন (৩৬) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘরে ঢুকে দুর্বৃত্তরা তাকে এলাপাতাড়ি গুলি করে গুলিবিদ্ধ ইব্রাহিম মাটিকাটা ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছেন স্থানীয়রা।
গুলিবিদ্ধের পর রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক গুলিবিদ্ধ অবস্থায় ইব্রাহিম নামে একজনকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে ইব্রাহিমের বন্ধু পরিচয়ে মোহাম্মাদ রনি নামের একজন জানান, রাত সাড়ে ১০টার দিকে মাটিকাটা এলাকায় ইব্রাহিমের ঘরে ঢুকে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে হাসপাতালে আসা হয়।তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে তাৎক্ষণিকভাবে তিনি এ বিষয়ে কিছু জানাতে পারেননি।
Share!