Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

কর্তৃত্ববাদী শাসন পাকাপোক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর

দেশে কর্তৃত্ববাদী শাসন আরও পাকাপোক্ত করতে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার রাজধানীর লেকশোর হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ শীর্ষক মতবিনিময় সভার স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা নিয়ে সাংবাদিকসহ সব মহলে আলোড়নের সৃষ্টি করেছে। দেশে যে কর্তৃত্ববাদী শাসন চলছে, তাকে আরও চূড়ান্তভাবে প্রতিষ্ঠার জন্য সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদসহ দলটির শীর্ষ নেতারা, গণমাধ্যম ব্যক্তিত্ব, কূটনৈতিক নেতারা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top