Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

১১৮৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ইসি

সারা দেশের এক হাজার ১৮৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এদিকে নিয়ম অনুযায়ী প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন আর মাত্র চারদিন। ফলে শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে প্রার্থী ও কর্মীদের।

নির্বাচনী প্রচারের সাথে সাথে বিভিন্ন স্থানে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগও মিলছে। যশোরে বিএনপির মেয়র প্রার্থী মারুফুল ইসলাম অভিযোগ করেছেন সকালে শহরের মিশনপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ২০-৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ সময় তারা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নিলে সেখানে ভাংচুর চালায় সন্ত্রাসীরা। এতে আহত হন অন্তত ৪ জন। তবে যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আককাস আলী জানিয়েছেন, এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না সে ব্যাপারে পুলিশ কিছু জানে না।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top