জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হওয়ার ঘটনায় এই তদন্ত হচ্ছে।ইতোমধ্যে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশন এ বিষয়ে তদন্ত শুরু করেছে। এর ফলে ফেসবুক কর্তৃপক্ষকে প্রায় ১৬০ কোটি ডলার জরিমানা গুনতে হতে পারে।
এক বিবৃতিতে আয়ারল্যান্ডের কমিশন জানায়, ফেসবুক জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর) মেনে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কি-না, তা খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, এর আগে, ২৮ সেপ্টেম্বর ফেসবুক কর্তৃপক্ষ জানায়, সামাজিকমাধ্যমটির ৫ কোটি অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে।এটা ফেসবুক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা।