Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট বলেছেন, নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীরা সজাগ থাকবে।

মঙ্গলবার রাজধানীর ধোলাই পার সিএমবি মাঠের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আয়োজিত নৌকার পক্ষে নির্বাচনী গণসংযোগকালে একথা বলেন তিনি।

সম্রাট বলেন, বিএনপি-জামায়াতে কোনো ষড়যন্ত্র আগামী নির্বাচন বানচাল করতে পারবে না। যুবলীগের নেতাকর্মী বেঁচে থাকতে শেখ হাসিনার উন্নয়নের গতিপথ কেউ রোধ করতে পারবে না। গণসংযোগকে গণজাগরণ সৃষ্টির করে আ. লীগকে পুনরায় ক্ষমতায় আনা হবে।

আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের পূর্বে যুবলীগের নেতাকর্মীদের বিশ্রামের কোন অবকাশ নেই। রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে যুবলীগ বিশ্রাম নিবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যুবলীগে কোনো চাঁদবাজ- সন্ত্রাস ও বেয়াদবের স্থান নেই। যুবলীগ করলে কিছু নিয়ম মেনে চলতে হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সভাপতি বলেন, দেশের ১৬ কোটি মানুষ বিশ্বাস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই গণতন্ত্র ও উন্নয়ন। ভোট ও ভাতের অধিকার। শেখ হাসিনা মানেই দুঃখি মানুষের মুখে হাসি ফোটানো।

পরে বেলা ১১ টায় কাকরাইলের যুব জাগরণ অফিসে জরুরি সভায় ইসমাইল চৌধুরী সম্রাট সংক্ষিপ্ত বক্তব্যে যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকার নির্দেশ প্রদান করেন।

এতে সভাপতিত্ব করেন দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আলী আকবর বাবু। এসময় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি, মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপ্ন, ছারোয়ার হোসেন মনা, হারুন অর রশীদ, মুহাম্মাদ মাহবুবুর রহমান পলাশ, খোরশেদ আলম মাসুদ, মোরসালিন আহমেদ, যুগ্ম সম্পাদক, জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, ইব্রাহীম খলিল, প্রচার সম্পাদক, আরমান হোসেন বাবু, অর্থ সম্পাদক সাইমন, জনসংখ্যা সম্পাদক সৈয়দ মারর্সিদ শুভ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোফরান গাজী, সহ সম্পাদক চালান প্রমুখ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top