ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প এবং পরবর্তীতে সৃষ্ট সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৮৩২ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে শত শত মানুষ আহত হয়েছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।
গত শুক্রবার দেশটির সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের সৃষ্টি হয়। এরপর দ্বীপটিতে সুনামি আঘাত হানে। আজ রবিবার দুপুর পর্যন্ত ওই হতাহতের খবর পাওয়া গেছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্প এবং সুনামিকে আক্রান্ত এলাকা অনেকটা ব্যাপক। এতে ২৪ লাখ লোক ক্ষতিগ্রস্থ হয়েছে; গৃহহারা হয়েছে ১৭ হাজার মানুষ।