ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে এর বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানিয়েছে সম্পাদক পরিষদসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সম্প্রতি সম্পাদক পরিষদ সেই আইনের বিরুদ্ধে মানবন্ধন কর্মসূচি ঘোষণা করে। তবে সরকারের অনুরোধে মানবন্ধন কর্মসূচি স্থগিত করে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছে সম্পাদক পরিষদ।
সচিবালয়ে আজ রবিবার বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া এই বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান এবং দায়িত্বপ্রাপ্ত তথ্য সচিব আবুয়াল হোসেনও অংশ নিচ্ছেন বৈঠকে।
সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের নেতৃত্বে রিয়াজ উদ্দিন আহমেদ, কালের কণ্ঠের ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, যুগান্তরের সাইফুল ইসলাম, প্রথম আলোর মতিউর রহমান, নিউ এইজের নরুল কবীর, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, ইনকিলাবের এ এম এম বাহাউদ্দীন, ঢাকা ট্রিবিউনের জাফর সোবহান, বণিক বর্তার হানিফ মাহমুদসহ আরও কয়েকজন সম্পাদক এ বৈঠকে উপস্থিত রয়েছেন।
নানা মহলের আপত্তির সুরাহা না করেই গত ১৯ সেপ্টেম্বর সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়।