আমার মনে বিশেষ জায়গা জুড়ে রয়েছেন সালমান খান। এ মন্তব্য নারী মহলে কমন হলেও এবার এই আবেগকে প্রকাশ করেছেন খোদ সানি লিওন। আর তাতেই বেশ চমকে গিয়েছে বলিউড। গতকাল আনন্দবাজার অনলাইনের এ সংবাদ জানা যায়।বলি মহলে জোর জল্পনা, সালমানের প্রতি সানির এই বিশেষ আবেগের কারণ কী?সানির কথায়, বলিউডে সলমনই প্রথম যিনি আমাকে ভারতে স্বাগত জানিয়েছিলেন। আমি ওর অনুরাগী। ও আমাকে অনেক সাহায্য করেছে। যদিও এখন তার সঙ্গে সালমানের নিয়মিত যোগাযোগ নেই। কিন্তু যখনই দেখা হয় তখন সলমন তার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। ভাইজান খুবই বড় মনের মানুষ। তিনি সবাইকে প্রচুর সাহায্য করেন। এ ব্যাপারে কে বিখ্যাত, আর কে বিখ্যাত নয়, তা তিনি দেখেন না।আগামী ২৭ ডিসেম্বরে ৫০ বছরে পা দেবেন সল্লু মিঞা। নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সানি বলেছেন, আমার মনে হয়, সালমান যেন ২৭ বছরে পা দিচ্ছেন। আমি তার জীবনের সাফল্য কামনা করছি।
Share!