ফিলিপাইনে গত সপ্তাহে দুটি বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে।দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় বেনগুয়েট প্রদেশের ইতোগোন শহরের ধ্বংসস্তুপ থেকে রবিবার রাতে ৪৯টি লাশ উদ্ধার করা হয়েছে।
তারা জানান, সেবু প্রদেশের একটি এলাকায়ও ভূমিধস হয়েছে। এতে ১৯ জন নিখোঁজ রয়েছে। গত বৃহস্পতিবার সকালে নাগাসিটিতে প্রায় ৩০টি বাড়ি ভূমিধসে চাপা পড়ে। এতে আরো ৪০ জন নিখোঁজ হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরে এই অঞ্চলে শক্তিশালী ঘূর্ণিজড় ম্যানখুটের আঘাতে প্রায় ১৬ লাখ কৃষক ও জেলে ক্ষতিগ্রস্ত হয়েছে।