কেবলই পা রেখেছেন বলিউডের সোনালি জগতে। পরিচালক শশাঙ্ক খৈতানের ‘ধড়ক’ ছবিতে অভিনয় করে দর্শকদের মনও জয় করেছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। আর তাই, পাপারাজ্জির ক্যামেরা সারাক্ষণ তাক করে রয়েছে বলিউডের এই নতুন ডিভার দিকে।
এমনই এক মুহূ্র্ত ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় পোস্ট হতেই নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েন জাহ্নবী। সম্প্রতি বাড়ি থেকে বেরোনোর সময় এই পিংক টি-শার্ট ও হট প্যান্টে দেখা গেছে অভিনেত্রীকে। আর এই পোশাকটিকেই ‘অত্যন্ত কুরুচিকর’ বলে মন্তব্য করেছেন অনেকেই।
অনেকেই ট্রোল করেছেন জাহ্নবীকে। একজন মন্তব্য করেন, ছোট পোশাকে তো যে কাউকে ভালো লাগে, আর একে খুব বাজে দেখাচ্ছে। টি-শার্ট একটু বেশি বড় হয়ে গিয়েছে! মায়ের মতো আগে মুখে সার্জারি করাক ও। মুখে তো কোনো এক্সপ্রেশন নেই।
অন্য এক ট্রোলে লেখা, এর চেয়ে তো নগ্ন হয়েই ঘুরতে পার, এটুকু পোশাকই বা কেন পরেছ?
অবশ্য, এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি জাহ্নবী কাপুর।