আফগানিস্তানে আটক বন্দীদের নির্যাতনের অভিযোগে মার্কিন কর্মকর্তাদের বিচারের বিবেচনা করছেন আন্তর্জাতিক অপরাধ আদালত।
এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো বিচারের উদ্যোগ নিলে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন।
সোমবার এক ভাষণে হেগের আদালতের প্রতি এ হুমকি দেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। জন বোল্টন বলেন, আইসিসি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে থাকলে ওয়াশিংটন চুপচাপ বসে থাকবেনা, মার্কিন নাগরিকদের সুরক্ষায় যে কোন কিছু করতে প্রস্তুত তারা।
আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী ও বিচারকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাষ্ট্রে থাকা তাদের তহবিলের ওপর নিষেধাজ্ঞা জারিরও হুমকি দেন বোল্টন।