ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের পর রিয়াল মাদ্রিদের জার্সিতে ঝলসে উঠেছেন ফরসাই তারকা করিম বেনজেমা। রিয়ালের প্রতিটি জয়ে গোল করে যাচ্ছেন তিনি। দারুণ ফর্মে থাকা এই স্ট্রাইকার এবার লা লিগায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিততে পারে বলে মনে করেন রিয়াল মাদ্রিদের কোচ হুলেন লোপেতেগি।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রিয়াল কোচ বলেন, ‘আমি মনে করি সে ৩০ বা ৪০ গোল নিয়ে মৌসুম শেষ করতে পারবে। পিচিচি ট্রফিও জিতবে বলে আমার বিশ্বাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো দল। আর গোল করা পুরো দলের কাজ। বেনজেমা দারুণ একজন খেলোয়াড় এবং সবসময়ই এ রকমই ছিল। সে যেটা করছে, সেটা তার কৃতিত্ব। সে খুশি এবং দলকে সহায়তা করছে এবং তা এমনই থাকবে।’
বেনজেমা গত মৌসুমে গোল করেছিলেন মাত্র ৫টি। আর এবার লা লিগায় এখন পর্যন্ত তিন ম্যাচে গোল করেছেন মোট ৪ টি। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসের বিপক্ষে রিয়ালের ৪-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন ৩০ বছর বয়সী এই তারকা। তাই তাকে নিয়ে উচ্ছসিত কোচ লোপেতেগি বলে দিয়েছেন, চলতি মৌসুমে তার মতো একজন খেলোয়াড়ের ৩০ বা এর বেশি গোল না করার কোনো কারণ নেই।