ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার। কয়েক বছর আগে ‘মন্ত্রীর বিয়ে’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দেন। পরিচালক হিসেবে নাম বলা হয় জি সরকারের। গত বছর ডিসেম্বরেই মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা আর হয়নি।
সেই ছবি নির্মাণ হয়নি এখনো। কয়েক বছর থেকে চলছে ছবিটির অভিনেতা অভিনেত্রী নির্বাচনের কাজ। সম্প্রতি শোনা যায় এই ছবিতে ‘মন্ত্রী’র স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন নায়িকা পরীমনি। কিন্তু বিষয়টি সম্পর্কে নাকি কিছুই জানেন না তিনি।
পরীমনি বলেন, আমার ছবির খবর আমিই জানি না। ব্যাপারটা কেমন হল না! আমি কোন ছবিতে অভিনয় করছি সেই খবর আমি জানার আগেই যদি অন্য মানুষ জানে তাহলে তো আমি ধরে নিতেই পারি কেউ নিজেকে আলোচনায় আনার জন্য এমন খবর ছড়াচ্ছে।
তিনি বলেন, কোনো এক মন্ত্রীর বউয়ের চরিত্রে নাকি আমি অভিনয় করছি, সকাল থেকেই এমনটা জানতে চাইছেন অনেকে। এমন খবর অবশ্য দুই বছর ধরেই শুনছি।
তবে প্রযোজক আবুল হোসেন আশা প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারি মাসেই কাজ শুরু হতে পারে এই ছবিটির।