Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সৌদি ফেরত নারীকর্মীর বিমানবন্দরে আত্মহত্যার চেষ্টা

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন সৌদি আরব ফেরত এক নারী কর্মী। সৌদি আরবে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন সেই নারী।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরের বাথরুমে কীটনাশক পান করে তিনি আত্মহত্যার চেষ্টা চালান। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই নারী এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আত্মহত্যা চেষ্টার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি শেখ তরিকুল ইসলাম।

শেখ তরিকুল ইসলাম গনমাধ্যমকে বলেন, এই নারী বিমান বন্দরের বাথরুমে কীটনাশক পান করেন। বাথরুমে তার অবস্থা দেখে আশেপাশের কয়েকজন চেচাঁমেচি শুরু করলে তাকে উদ্ধার করা হয়।

সৌদি আরবে প্রতারিত হওয়ায় তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে জানিয়েছেন তিনি।

গতকাল অবশ্য তিনি সৌদি আরব থেকে ফিরেননি, ফিরেছিলেন  গত ২৮ আগস্ট। তবে দেশে ফিরলেও তার লাগেজ আসেনি। লাগেজের খোঁজ নিতে মঙ্গলবার বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। তিনি ২০১৬ সালের ১৭ মার্চ সৌদি আরব গিয়েছিলেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top