নাটোরের লালপুর, গাজীপুরের টঙ্গী এবং বরগুনার পাথরঘাটায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। গতকাল রাত আড়াইটা থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নাটোরের লালপুর ও গাজীপুরের টঙ্গীতে র্যাব দাবি করেছে, নিহতরা মাদক ব্যবসায়ী। আর বরগুনার পাথরঘাটায় নিহত ব্যক্তি সম্পর্কে র্যাবের দাবি, তিনি জলদস্যু।
নাটোরের লালপুরে র্যাবের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে চামটিয়া এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় তাদের সঙ্গে মাদক বিক্রেতাদের গুলিবিনিময় হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় মেহের আলীকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহের আলীর বিরুদ্ধে খুন, ডাকাতি ও মাদক বিক্রির ১৪টি মামলা ছিল বলে র্যাবের দাবি।
এদিকে, গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সোমবার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। র্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে।
র্যাব-১ এর অধিনায়ক (সিও) সারওয়ার বিন কাশেমের ভাষ্যমতে, র্যাবের টহলদল ঘটনাস্থলে গেলে কয়েকজন অস্ত্রধারী র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরাক্ষার্থে র্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পালিয়ে যান বাকিরা। নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানান এই র্যাব অধিনায়ক।
অপরদিকে, বরগুনার পাথরঘাটায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে পাথরঘাটার সুন্দরবনসংলগ্ন মাঝেরচর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি একজন জলদস্যু বলে দাবি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে।