পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি হলেন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী।পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন আজ শনিবার সকালে ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউজে ইমরানকে শপথবাক্য পাঠ করান। আর এর মধ্য দিয়ে দেশটিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন নিউজের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
আজ সকালে জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে শপথ পাঠের আয়োজন শুরু হয়। জাতীয় সঙ্গীত শেষে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর ইমরান খানকে শপথ পাঠ করান প্রেসিডেন্ট মামনুন হোসেন।
শপথ গ্রহণ শেষে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে অভিনন্দন জানান অনুষ্ঠানে আগত অতিথিরা।
অতিথিদের মধ্যে ছিলেন-ওয়াসিম আকরাম, অভিনেতা জাভেদ শেখ, পাঞ্জাবের গভর্নর মনোনীত চৌধুরী সারওয়ার, পাঞ্জাব অ্যাসেম্বলি স্পিকার পারভেইজ ইলাহি, রমিজ রাজা, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাসির-উল-মুলক এবং পিটিআই নেতারা।
এ ছাড়া পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াও উপস্থিত ছিলেন।
এদিকে, সাবেক ভারতীয় ক্রিকেটার এ বর্তমানে রাজনীতিক নভজিৎ সিং সিধু এই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।