রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযোগপত্র গ্রহণ করেন।
এ সময় মামলার ২৪ আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত পয়লা জুন রানা প্লাজার মালিক সোহেল রানা, তার বাবা আবদুল খালেক, মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার মেয়র রেফায়েতউল্লাহসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্ত সংস্থা সিআইডি।
এ মামলায় কারাগারে রয়েছেন সোহেল রানা। জামিনে রয়েছেন ১৬ জন এবং পলাতক ২৪ জন। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়ে নয় তলা ভবন রানা প্লাজা। এতে এগারশোরও বেশি পোশাক শ্রমিকের প্রাণহানি হয়।