Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

আগামী ২২ আগস্ট বুধবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। যদি আবহাওয়া প্রতিকূল হয় তাহলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ১৪ আগস্ট দুপুরে ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভায় এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

মেয়র বলেন,আগামী ১৯ আগস্ট রবিবার সব প্রস্তুতি সম্পন্ন করে ২০ আগস্ট সোমবার জাতীয় ঈদগাহের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ সব ভিআইপিদের জন্য থাকছে বসার পৃথক স্থান।

এছাড়া হাল্কা বৃষ্টিসহ অন্যান্য প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় রয়েছে সার্বিক প্রস্তুতি। তাছাড়া বজ্রপাত প্রতিরোধে রয়েছে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানান মেয়র সাঈদ খোকন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলালসহ ডিএসসিসির অন্যান্য কর্মকর্তা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top