Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

শেখ হাসিনার নেতৃত্বে জনগণ আজ ঐক্যবদ্ধ: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে বারবার ব্যর্থ হয়ে বিএনপি এখন চক্রান্ত শুরু করে দিয়েছে। কেউ বলে নির্বাচনে যাবে, কেউ বলে নির্বাচন প্রতিহত করবে। আসলে তারা নির্বাচন বানচালের চক্রান্ত করছে। নির্বাচন বানচালের যেকোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

আজ মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট পৌর হলে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ জনগণ নিয়ে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র আমরা রুখে দিতে পারি। জনগণ আমাদের পক্ষে। কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।

এই প্রস্তুতি সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ও কবিরহাট পৌরসভার মেযর জহিরুল হক রায়হানসহ দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top