প্রথম টেস্ট হারের পর লর্ডসে দ্বিতীয় টেস্টেও ওকসের ব্যাটিং দাপটে ভারতীয় দলের সামনে হারের ভয়। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ৩৫৭। জো রুটের দল এগিয়ে ২৫০ রানে। এখনো এই ম্যাচের দুদিন বাকি। ফলে ভারতের লড়াই অত্যন্ত কঠিন।
প্রথম ইনিংসে ভারতীয় দল ১০৭ রানে অলআউট হয়ে যায়। পরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথমে অ্যালিস্টার কুকের (২১) উইকেট হারায় ইংল্যান্ড। এই উইকেটটি নেন ইশান্ত শর্মা। এরপর জোড়া আঘাত হানেন মোহাম্মদ শামি। তার শিকার হন কিটন জেনিংস (১১) ও ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (১৯)। অলি পোপকে (২৮) ফেরান হার্দিক পাণ্ডিয়া।
মধ্যাহ্ন ভোজের বিরতির সময় ইংল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ৮৯ রান। বিরতির পর স্বাচ্ছন্দে ব্যাট করতে থাকেন ইংরেজ ব্যাটসম্যানরা। এরই মধ্যে জস বাটলারকে (২৪) ফেরান শামি। কিন্তু ক্রিস ওকস (১২০ অপরাজিত) ও জনি বেয়ারস্টো (৯৩) উইকেটে টিকে যান। তাদের দাপটে ব্যাকফুটে চলে গিয়েছে ভারত। ওকস অপরাজিত শতরান করলেও, অল্পের জন্য শতরান হারান বেয়ারস্টো। তাকে ফেরান হার্দিক।
এর পর আলো স্বল্পতার জন্য নির্ধারিত সময়ের আগেই এদিনের মতো খেলা শেষ করে দিতে হয়। দিনের শেষে ওকসের সঙ্গে ক্রিজে স্যাম কুরান (২২)।