অল-রাউন্ডার আন্দ্রে রাসেল দেখিয়ে দিলেন কীভাবে প্রতিপক্ষের নাকের জল চোখের জল এক করে ছাড়তে হয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গতকালের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির সঙ্গে হ্যাটট্রিকও করেন এই অল-রাউন্ডার। তার অতিমানবীয় পারফরম্যান্সে ৪ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে জ্যামাইকা তালাওয়াশ।
ত্রিনবাগোকে ব্যাটিংয়ে পাঠিয়ে বল হাতে হ্যাটট্রিক করে বসেন জ্যামাইকা অধিনায়ক রাসেল। ইনিংসের শেষ ওভারে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে তুলে নেন ম্যাককালাম (৫৬), ব্রাভো ও রামদিনকে। গত মৌসুমে রশিদ খানের পর সিপিএলে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। তার আগে আবার ক্রিস লিনের দেওয়া কঠিন এক ক্যাচ ধরেন রাসেল। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি ও হ্যাটট্রিক করার নজির এই প্রথম।
জয়ের জন্য ২২৪ রানের লক্ষ্যে ব্যাট হাতে নেমে শুরু হয় তার ধ্বংসাত্মক ইনিংস। কিন্তু এর আগে ৪১ রানেই জ্যামাইকার ৫ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যায়। ওই আবস্থায় ২২ বলে ৫০ স্পর্শ করেন রাসেল। সেঞ্চুরি করেন ৪০ বলে। যা সিপিএলের ইতিহাসের দ্রুততম। শেষ পর্যন্ত ১৩ ছক্কা ও ৬টি চারে ৪৯ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।