ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯১ জনের প্রাণহানি ঘটেছে। রবিবার দেশটির পর্যটন দ্বীপ বালি ও লোম্বকে ভূমিকম্পে এই প্রাণহানির ঘটনা ঘটে। এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয় বলে জানা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ নিরসন এজেন্সি জানিয়েছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। সোমবার সকালে কমপক্ষে একশ ভূমিকম্প পরবর্তী কম্পন রেকর্ড করা হয়েছে।
জাতীয় দুর্যোগ নিরসন এজেন্সির মুখপাত্র জানিয়েছেন, এই ভূমিকম্পে নিহত হয়েছে ৯১ জন। আহত হয়েছে আরো শতাধিক। এর আগে ৩৯ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছিল।
তিনি জানান, হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনের আঘাতে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এক সপ্তাহের মধ্যে দ্বীপটিতে এটি দ্বিতীয় ভয়াবহতম ভূমিকম্প। এর আগে ২৯ জুলাই ৬ দশমিক ৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল লোম্বক দ্বীপ।