ঢাকা মহানগরীর সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের নিয়ে জরুরি সভায় বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে রোববার বিকাল ৩টায় ঢাকা মহানগরীর সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের নিয়ে সভা শুরু হওয়ার কথা রয়েছে।
একই স্থানে বিকাল ৫টায় রাজধানীর সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের ডাকা হয়েছে।
নিরাপদ সড়কের দাবিতে টানা অষ্টম দিনের মতো আজও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে। গত ২৯ জুলাই ঢাকায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়।
সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া ঘোষণা দেওয়া হলেও সড়ক থেকে সরছেন না তারা। এ অবস্থায় বৈঠক আহ্বান করেছেন শিক্ষামন্ত্রী।