Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ইয়েমেনে হামলায় নারী ও শিশুসহ নিহত ৫৫, সৌদি জোটের অস্বীকার

ইয়েমেনের বন্দর নগরী হুদাইদাতে সৌদি জোটের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরো ১২৪ জন। গতকাল শুক্রবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা- রেড ক্রস এ তথ্য জানিয়েছে। এদিকে, ওই হামলার কথা অস্বীকার করছে সৌদি নেতৃত্বাধীন জোট। এই হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চালিয়েছে বলে দাবি করছে সৌদি জোট।

বৃহস্পতিবার হুদাইদার প্রধান সরকারি হাসপাতাল এবং একটি ব্যস্ত জেটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা- রেড ক্রস জানিয়েছে, তারা  আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক মানুষের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ পাঠাচ্ছে।

হুতি সরকারের গণস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী তাহা আল-মুতাওয়াকিল জানান, এ ঘটনার পর আরো হামলার শঙ্কায় আহতদের অনেককেই উন্নত চিকিৎসার জন্য রাজধানী সানায় পাঠানো সম্ভব হচ্ছে না।

একে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে পরিস্থিতির জন্য সৌদির মিত্র যুক্তরাষ্ট্র দায় এড়াতে পারে না বলে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘ জানিয়েছে, তীব্র সহিংসতার মুখে হুদাইদায় প্রতিদিন আশ্রয়হীন হচ্ছে তিন হাজার শিশু।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হামলার পর অঞ্চলটিতে কলেরা মহামারীর শঙ্কা আরো বেড়ে গেছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top