মহাকাশ নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ১৯৫৭ সালে আমি যখন অক্সফোর্ডে পড়তে যাই। তখন এক বিকেলে আমার আবাসস্থলের বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে কল্পনাবিলাসে ভেসে উঠলাম। মনে হলো মহাকাশ অজেয়। ওই সময় স্পুটনিক মহাকাশে গেলো। এর পর থেকে মনে হলো মহাকাশ অছোঁয়া অধরা থাকবে না। আজ তাই সত্য হলো।
আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, মহাকাশ গবেষণা, মহাকাশে যাওয়া একসময় মানুষের কাছে ছিল কল্পনা বিলাস। আজ মহাকাশ আর কল্পনা বিলাস নয়। সেখানে যাওয়া যাচ্ছে। সম্ভবত দ্রুত সেখানে সবাই যেতে পারবে। তবে চার্জ হয়তো একটু বেশি লাগবে।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সভাপতিত্ত্ব করেন ডাক টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার।