মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কোনো ‘পূর্বশর্ত’ ছাড়াই ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে আলোচনায় বসতে চান। যে সময়ে ইরানিরা চাইবে তখনই এ আলোচনা হতে পারে বলে জানান তিনি।
সোমবার ইতালির প্রধানমন্ত্রী জুসপে কোন্টের সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে এ আলোচনায় কোনো পূর্বশর্ত নেই। ইরান যদি আলোচনায় বসতে চায়, তবে আমিও আলোচনায় বসব।
ডোনাল্ড ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত ইরান আমাদের সঙ্গে আলোচনায় বসতে চাইবে বলে আমার বিশ্বাস।
তিনি বলেন, তারা যখন চাইবে, তখনই আমি তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি।
উল্লেখ্য, গত সপ্তাহে ইরানকে ‘নজিরবিহীন শিক্ষা’ দেয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
এ ছাড়া গত মে মাসে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন তিনি।