Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

অজয়-শাহরুখ বন্ধু নন: কাজল

শাহরুখ খান এবং অজয় দেবগন দুজনেই বলিউডের শক্তিমান অভিনেতা। দুজনের সিনেমাকে ঘিরেই দর্শকদের আগ্রহের কমতি নেই। অজয় যেমন দর্শকদের সিংঘামসহ বেশ কিছু ছবি উপহার দিয়েছেন তেমনি শাহরুখ খানও কম যাননি। দুজনেই বলিউডের অভিনেতা হলেও একজনের সঙ্গে আরেকজনের দেখা সাক্ষাৎ একেবারেই কম। তাদেরকে একই পার্টিতে দেখা যায় না বললেই চলে। এ নিয়ে অবশ্য দর্শকদের মনে অনেক প্রশ্ন। অজয়ের স্ত্রী কাজল এবং শাহরুখ খানের জুটি সর্বকালের সেরা জুটি। তবে তাদের ছবির মহররত বা মুক্তির কোনো অনুষ্ঠানেও দেখা যায় না অজয়কে।তবে দর্শকদের আগ্রহের বিষয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কাজল! তাঁর সোজাসাপটা উত্তর, না, অজয় আর শাহরুখ বন্ধু নন। কাজলের কথায়, দু’জন মানুষ বন্ধু নাই বা হলেন, শত্রু হবেন কেন? হ্যাঁ, ওরা দু’জন বন্ধু নয়, তার মানে এটা কখনই নয় যে ওরা একে অপরের শত্রু।কাজল আরও বলেন, একজন আমার বন্ধু আর একজন আমার জীবনসঙ্গী। ওরা দু’জন একসঙ্গে পার্টিতে যান না বা সেলফি তোলেন না বলে এটা ধরে নেয়ার কোনও কারণ নেই যে ওরা দু’জন একে অপরকে অপছন্দ করেন। তাই এই নিয়ে জল্পনার কোনও জায়গাই নেই।

 কাজল জানান, সম্প্রতি অজয় দেবগন আর শাহরুখ বুলগেরিয়ায় দেখা করেছেন, সময়ও কাটিয়েছেন একসঙ্গে। আনন্দবাজার।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top