আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, তিন সিটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এজেন্টদের বের করে দেওয়ার যে অভিযোগ বিএনপি করেছেন সেগুলোর সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে। অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না।
আজ সোমবার রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিন সিটির নির্বাচনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পরাজয় জেনেই বিএনপি বিভিন্ন মনগড়া মন্তব্য করছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি এ ধরনের অভিযোগ করছে। তাদের এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।
এ সময় তিনি পরাজয়ের ভয়েই বিএনপি মিথ্যাচার করে যাচ্ছে। এটি তাদের পুরোনো অভ্যাস বলেও মন্তব্য করেন।