Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জিটিভির পর্দায় আসছে ‘নিঃশব্দ ভালোবাসার গল্প’

নীল আর মৌ বিশ্ববিদ্যালয়ে একে অপরের প্রেমে পড়ে। তবে সেটা কেউ কাউকে জানায় না। একপর্যায়ে নীল জানতে পারে তার রিউমেটিক আরথারাইটিস। এই রোগের ফলে কোনো একসময় তার একটা পা বাতিল হয়ে যেতে পারে। ফলে নীল সরে আসে মৌ-এর জীবন থেকে। কিন্তু মৌ নীলকে ভুলতে পারে না। সে অপেক্ষা করে নীলের।

ঘটনার একবছর পর নীলের পায়ের অবস্থা আরো খারাপের দিকে যায়। তখনও মৌ অপেক্ষায় থাকে নীলের। এখন কী করবে নীল?

ভালোবেসে ঘর বাঁধবে মৌয়ের সাথে? নাকি নিজের প্রতি অভিমান থেকে দূরে সরে যাবে আরো?

তানিন রহমানের রচনায় ‘নিঃশব্দ ভালোবাসার গল্প’ নাটকটি নির্মাণ করেছেন সুস্ময় সুমন।

নাটক প্রসঙ্গে সুস্ময় বলেন, ‘খুব চমৎকার একটা প্রেমের গল্প। কিংবা দায়িত্বের, কর্তব্যের। একজন ভালোবাসার মানুষকে আমরা কিভাবে পাশে পেতে চাই অথবা পাওয়া উচিত, সেই অনুভূতিরই প্রকাশ ঘটেছে নাটকের গল্পে।

নাটকটিতে অভিনয় করেছেন আবদুন নূর সজল, জাকিয়া বারী মম, আনন্দ খালেদ প্রমুখ। নয়েস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত নাটকটি প্রচারিত হবে আগামী শুক্রবার, রাত ৯টায়, জিটিভিতে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top